Explosive

Detonator: মহম্মদবাজারে গাড়ি থেকে আটক ৮১ হাজার ডিটোনেটর! তদন্তে বীরভূম পুলিশ

বীরভূম জেলা পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপাদান আটক করে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

সিউড়ি শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১২:৪০
Share:

আটক বস্তাবোঝাই বিস্ফোরক। নিজস্ব চিত্র।

যৌথ অভিযান চালিয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করল এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশ। বুধবার গভীর রাতে মহম্মদূবাজার এলাকায় আটক ওই মিনিট্রাক থেকে প্রায় ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়েছে।

Advertisement

বীরভূম জেলা পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে এসটিএফ ও জেলা পুলিশ যৌথ অভিযান চালায়। ৬০ নম্বর জাতীয় সড়কে ওই মিনিট্রাকটি আটকায় পুলিশ। তল্লাশি চালাতেই দেখা যায়, গাড়িতে ভর্তি রয়েছে বস্তা বোঝাই বিস্ফোরণ তৈরির উপাদান!

গাড়ির এক আরোহীকেও গ্রেফতার করা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আশিস কেওড়া। বাড়ি পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ এলাকায়।

Advertisement

ডিটোনেটর মূলত পাথর খাদানে পাথরের স্তর ভাঙতে ব্যবহার হয়। তবে অন্য কোনও উদ্দেশ্যে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement