ছবি: সংগৃহীত।
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট (সিআইএফআরআই)-তে রয়েছে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিএআর-সিআইএফআরআই ।
ইয়ং প্রফেশনাল পদে কাজ করতে হবে। কাজের মেয়াদ থাকবে এক বছরের। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। এই কাজে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে ৪২ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাণীবিদ্যা/ জীব বিদ্যা বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
কী ভাবে আবেদন করবেন?
সিআইএফআরআই-এর ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৪ ফেব্রুয়ারির মধ্যে। এর পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ৭ ফেব্রুয়ারি হবে ইন্টারভিউ। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে সিআইএফআরআই-র ওয়েবসাইটটি দেখুন।