শিলিগুড়ি জেলা হাসপাতালে স্যালাইনের বোতলে ছত্রাক! —নিজস্ব চিত্র।
মেদিনীপুর মেডিক্যাল হাসপাতালে প্রসূতি মৃত্যর ঘটনায় নিম্নমানের স্যালাইনের ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই হাসপাতালে এক প্রসূতির মৃত্যু এবং চার প্রসূতির অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে। তা নিয়ে শোরগোলের মধ্যে শিলিগুড়ি জেলা হাসপাতালে ‘রিঙ্গার্স ল্যাকটেট’ স্যালাইনের বোতলে মিলল ছত্রাক!
গত সপ্তাহে স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে একটি নির্দিষ্ট সংস্থার স্যালাইনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তার পরেও সেই স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছে নদিয়ার পলাশিপাড়ার একটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। এ বার অন্য একটি সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনে ছত্রাক মিলল। ফলে হাসপাতালে রোগীসুরক্ষা প্রশ্নের মুখে।
হাসপাতাল সূত্রে খবর, বুধবার জেলা হাসপাতালের অপারেশন থিয়েটারে ওই স্যালাইনের বোতল পাওয়া যায়। বিষয়টি নার্সদের চোখে পড়তেই তা দ্রুত সরিয়ে ফেলা হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সুপার চন্দন ঘোষ বলেন, ‘‘এটা রুটিন চেকআপের সময় ধরা পড়েছে। তবে এটা ভাল ব্যাপার যে, হাসপাতালে নিয়মিত রুটিন চেকআপ হয়। অপারেশন থিয়েটারে রুটিন চেকআপের সময় এটা নজরে এসেছিল স্বাস্থ্যকর্মীদের। পরে সেটা সরিয়ে দেওয়া হয়েছে।’’