Anubrata Mandal

Anubrata Mandal: দিদি আর অভিষেকের নামে চাদর চড়ালাম, মাজার থেকে বেরিয়ে বললেন অনুব্রত

টানা বেশ কয়েক দিন কলকাতায় থাকার পর, গত ২০ মে বাড়িতে ফেরেন অনুব্রত। মঙ্গলবার তাঁকে দেখা যায় পাথরচাপুড়ি মাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ১৯:৩৪
Share:

নিরাপত্তারক্ষীদের কাঁধে ভর দিয়ে মাজারে অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র।

কলকাতা থেকে ফেরার দিন দশেক পর মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে মাজারে গেলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। গত ২০ মে কলকাতা থেকে বাড়ি ফেরেন অনুব্রত। তার পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল কেষ্টকে। মঙ্গলবার অনুব্রত গিয়েছিলেন সিউড়ির পাথরচাপড়ির মাজারে। চাদর চড়ান তিনি। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি দিদি আর অভিষেকের নামে চাদর চড়ালাম। আমার মেয়ে এবং স্ত্রীর নামেও চাদর চড়িয়েছি।’’

Advertisement

নিরাপত্তারক্ষীদের কাঁধে ভর দিয়ে অনুব্রতকে মাজার থেকে বেরোতে দেখা যায়। তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান সাংবাদিকরা। অনুব্রত বলেন, ‘‘শরীরের অবস্থা দেখতেই পাচ্ছেন। এখান থেকে হেঁটে যেতে দু’বার দাঁড়াতে হল।’’

টানা বেশ কয়েক দিন কলকাতায় থাকার পর, গত ২০ মে বাড়িতে ফেরেন অনুব্রত। এর মাঝে এক বার গরুপাচার-কাণ্ডে এবং এক বার কয়লা পাচার-কাণ্ডে তাঁকে তলব করে সিবিআই। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যাননি। অনুব্রতের আইনজীবী দাবি করেন, হাসপাতাল থেকে তাঁকে ১৫ দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। তাই তিনি যেতে পারবেন না। যদিও তার আগেই মঙ্গলবার অনুব্রতকে দেখা গিয়েছে তাঁর বোলপুরের বাড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে পাথরচাপুড়ির ওই মাজারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement