Anubrata Mandal

‘বিধানসভা নির্বাচনে খেলার শেষে ফাইনালে জিতব আমরা’, আত্মপ্রত্যয়ী অনুব্রত

বৃহস্পতিবার সিউড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ে সিউড়ি শহর তৃণমূলের কর্মীদের নিয়ে বৈঠক সারেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৪
Share:

অনুব্রত মণ্ডল। ফাইল চিত্র

বিধানসভা নির্বাচনের ‘ফাইনাল’ পর্বে জিতবে তৃণমূল-ই। ফের আত্মপ্রত্যয়ের সুর শোনা গেল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের গলায়।

Advertisement

বৃহস্পতিবার সিউড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ে সিউড়ি শহর তৃণমূলের কর্মীদের নিয়ে বৈঠক সারেন অনুব্রত। বিজেপি-র একাংশের দাবি, বীরভূমে ‘খেলা’ শেষ হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গেই এ দিন অনুব্রত স্বকীয় মেজাজে বলেন, ‘‘খেলা এখনও শুরু হয়নি। তা হলে শেষ কী করে হল? খেলা শুরু হয়েছে এবং ফাইনালে জিতব আমরাই।’’ এর পর পাশে বসে থাকা দলীয় নেতা-কর্মীদের ইঙ্গিতে দেখিয়ে সাংবাদিকদের বলেন, ‘‘এঁরা সকলে খেলোয়াড়। দেখে কি মনে হচ্ছে আমরা ক্লান্ত? কেমন স্পিড দেখতে পাচ্ছেন না?’’

বৃহস্পতিবারের বৈঠকে দলীয় নেতা-কর্মীদের জনসংযোগ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। বীরভূমের মাটিতে ভোটের লড়াইয়ে সিউড়ি শহরের দলীয় সদস্যদের কী ভূমিকা হবে তা অনুব্রত স্পষ্ট করে দেন বলে তৃণমূল সূত্রে খবর। বিজেপির নজরে বীরভূম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্যের একাধিক নেতা এখন ঘনঘন বীরভূম সফরে। তা নিয়েও কটাক্ষ করেছেন অনুব্রত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement