Arms

আগ্নেয়াস্ত্র-সহ দুষ্কৃতী ধৃত নলহাটিতে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দিলদার শেখ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নলহাটি থানার লোহাপুরে অভিযান চালায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৬:২০
Share:

প্রতীকী চিত্র।

আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল বীরভূমে। সেইসঙ্গে গ্রেফতার করা হয়েছে এক যুবককেও। শনিবার রাতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ছাড়াও ধৃতের কাছে পাওয়া গিয়েছে একটি কার্তুজ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দিলদার শেখ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের নলহাটি থানার লোহাপুরে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দিলদারকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং একটি কার্তুজ। বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দিলদারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত কয়েক মাস ধরেই বীরভূমের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্রশস্ত্র। পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা পর আরও জোরদার হয়েছে পুলিশি তল্লাশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement