WTC Final 2023

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন পথে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারত

প্রথম বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয়ের সুযোগ ভারত এবং অস্ট্রেলিয়ার সামনে। এই ট্রফিটাই নেই তাদের কাছে। সেই লক্ষ্যেই খেলছে দুই দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:৩৫
Share:

অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৭:০৭ key status

হার ভারতের

২০৯ রানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নিল অস্ট্রেলিয়া। আবার হার ভারতের। 

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৬:৫৮ key status

আউট শ্রীকর ভরত

২৩ রান করে নেথান লায়নের বলে আউট হয়ে গেলেন ভরত। অস্ট্রেলিয়ার জিততে দরকার আর ১ উইকেট। 

Advertisement
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৬:৫২ key status

আউট উমেশ যাদব

১ রান করে মিচেল স্টার্কের বলে আউট উমেশ। 

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৬:৪০ key status

আউট শার্দূল

লায়নের বলে এলবিডব্লিউ শার্দূল। জয়ের জন্য আর তিন উইকেট চাই অস্ট্রেলিয়ার।

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:৪৯ key status

জয়ের আশা কমছে ভারতের

ভারতের জয়ের জন্য বিরাট এবং রাহানের থাকা জরুরি ছিল। তাঁরা ধীর স্থির ভাবে শুরুটাও করেছিলেন। কিন্তু বিরাট লোভ সামলাতে পারলেন না। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছোঁয়ালেন তিনি। রাহানে এখনও ক্রিজে রয়েছেন। কিন্তু জাডেজাও নেমে মাত্র ২ বল খেলে আউট হয়ে গেলেন। বোলান্ডের এক ওভারেই ভারতের জয়ের আশা অনেকটাই কমে গেল।

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:৩৮ key status

আউট জাডেজা

একই ওভারে বিরাট এবং জাডেজাকে তুলে নিলেন স্কট বোলান্ড। দু'জনেই অফ স্টাম্পের বাইরের বলে আউট হলেন। 

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:৩২ key status

৪৯ রানে আউট বিরাট

সব থেকে বড় উইকেট হারাল ভারত। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে মাঠ ছাড়লেন তিনি। শনিবার থেকে যে বল বার বার ছেড়ে দিচ্ছিলেন, সেই বলেই শেষ পর্যন্ত আউট হলেন। ভারতীয় সমর্থকদের চাপ বাড়ল।

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:২৭

পঞ্চম দিনের প্রথম পাঁচ ওভার

জয়ের জন্য এখনও ২৬৮ রান প্রয়োজন ভারতের। অস্ট্রেলিয়ার বোলান্ড এবং কামিন্স দুই দিক থেকে বল করছেন। তাঁদের বাউন্স সামলাতে হচ্ছে ভারতীয় ব্যাটারদের।

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:১০ key status

পঞ্চম দিনের খেলা শুরু

বিরাট এবং রাহানের জুটিতে পঞ্চম দিনের শুরু ভারতের। প্রথম দিকে বল দেখে খেলার চেষ্টায় রয়েছেন তাঁরা।

শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৪:৩৪ key status

জয়ের জন্য চাই ২৮০ রান

টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের ২৮০ রান প্রয়োজন। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। অস্ট্রেলিয়ার জয়ের জন্য চাই সাত উইকেট। যে জিতবে, তারা পাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের শিরোপা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement