উদ্ধার হওয়া সামগ্রী। নিজস্ব চিত্র।
তারাপীঠ থেকে ফেরার পথে ভক্তদের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। দু’জন চোরকে গ্রেফতার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরে।
শুক্রবার রাতে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গাড়ি করে হাওড়ার ডোমজুড় ফিরছিলেন ভক্তরা। ফেরার পথে মল্লারপুর-বোলপুর রাজ্য সড়কে মল্লারপুরের প্রচন্দ্রপুরের কাছে গাড়ি থামিয়ে একটি দোকানে খাবার খাচ্ছিলেন তাঁরা। সে সময় অচেনা কয়েকজন দুষ্কৃতী গাড়ির ভেতর থাকা টাকার ব্যাগ, এটিএম কার্ড, মোবাইল-সহ বেশ কিছু জিনিসপত্র চুরি করে পালায়।
এর পর মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। এর পরই ওই দুই দুষ্কৃতীকে শুক্রবার রাতে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। চুরি যাওয়া জিনিসও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতদের রামপুরহাট মহুকুমা আদালতে তোলা হবে।