COVID Vaccine

Covid Vaccine: বাবা কি স্বর্গে টিকা পেলেন! করোনার টিকা-শংসাপত্র দেখে হতবাক ছেলে

গত ১৫ মে দ্বিতীয় কোভিড টিকা নিয়েছিলেন বীরভূমের রামপুরহাট থানার কবিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা অমরকুমার মণ্ডল, তাঁর মা এবং স্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ০৩ জুলাই ২০২১ ০০:১৩
Share:

নিজস্ব চিত্র।

প্রায় দেড় দশক আগে মারা গিয়েছেন বাবা। আর তাঁর নামেই এল করোনা টিকার শংসাপত্র! তাতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও জ্বলজ্বল করছে। ওই শংসাপত্র দেখে চক্ষু চড়কগাছ ছেলের!

Advertisement

গত ১৫ মে দ্বিতীয় কোভিড টিকা নিয়েছিলেন বীরভূমের রামপুরহাট থানার কবিচন্দ্রপুর গ্রামের বাসিন্দা অমরকুমার মণ্ডল, তাঁর মা এবং স্ত্রী। দিন দুয়েক আগে টিকার শংসাপত্র অনলাইনে বার করতে স্থানীয় একটি সাইবার ক্যাফেতে যান অমর। সেখানে ওই শংসাপত্র প্রিন্ট হয়ে হাতে আসতেই হতবাক তিনি। শংসাপত্রে বাবার নাম। যিনি ১৪ বছর আগে মারা গিয়েছেন। সেখানে আবার তাঁর নিজের বয়স এবং ভোটার কার্ডের নম্বর দেওয়া রয়েছে। অথচ দু’টি টিকা নেওয়া সত্ত্বেও জীবিত মায়ের শংসাপত্র নেই সরকারি ওয়েবসাইটে।

অমর বলেন, ‘‘প্রথম টিকা নেওয়ার সময়ে আমার মোবাইলে চারটি মেসেজ ঢুকেছিল। প্রয়োজন না থাকায় সে সময় শংসাপত্র প্রিন্ট করিনি। গত ১৫ মে দ্বিতীয় টিকা নিয়েছিলাম আমরা তিন জন। এর পর শংসাপত্র প্রিন্ট করতে গিয়ে দেখি আমার ও স্ত্রীর দু’টি টিকার শংসাপত্র থাকলেও মায়ের শুধু প্রথমটাই রয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাবার টিকা নেওয়ার শংসাপত্র বেরিয়ে এসেছে। বাবা কি স্বর্গে টিকা নিয়েছেন?’’

Advertisement

এ ব্যাপারে রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে এটা হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement