CPM

নেতাদের স্মরণে পরিষেবা কেন্দ্র

মূলত সিপিএম এবং উত্তর দমদমের দলীয় বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উদ্যোগ হলেও তাতে সঙ্গী হয়েছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৭:২৪
Share:

প্রতীকী ছবি।

দু’দলের প্রয়াত দুই নেতার স্মৃতিরক্ষায় জন পরিষেবা চালু করেই জোটের বার্তা দিতে উদ্যোগী হল সিপিএম ও কংগ্রেস। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতির নামে ‘সোমেন মিত্র অক্সিজেন পরিষেবা কেন্দ্র’ এবং সিপিএম নেতার স্মরণে ‘শ্যামল চক্রবর্তী কোভিড পরিষেবা কেন্দ্র’ চালু হচ্ছে নিমতায়। মূলত সিপিএম এবং উত্তর দমদমের দলীয় বিধায়ক তন্ময় ভট্টাচার্যের উদ্যোগ হলেও তাতে সঙ্গী হয়েছে কংগ্রেস। যৌথ আয়োজনে কাল, বুধবার ওই পরিষেবা উদ্বোধন করার কথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর। রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী ও দমদমের প্রয়াত প্রাক্তন সিপিএম বিধায়ক শঙ্কর সেনের নামে সেফ হোমও চালু হচ্ছে নিমতার ওই এলাকায়। তার আগে আজ, মঙ্গলবার প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিএমের আয়োজনে শ্যামলবাবুর স্মরণ-সভাতেও অন্য বাম দলের পাশাপাশি আমন্ত্রিত কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement