দিনভর বোলপুরে কাটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনলেন বাউল গানও। এক সময় একতারা হাতে নিতেও দেখা গিয়েছে তাঁকে।
দু’দিনের বঙ্গ সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে কলকাতা থেকে হেলিকপ্টারে বোলপুর যান অমিত শাহ।
তাঁর সঙ্গেই বোলপুরে যান দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির দায়িত্ব প্রাপ্ত প্রথম সারির নেতারা।
শান্তিনিকেতনে পৌঁছে বিশ্বভারতীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন অমিত।
বিশ্বভারতী প্রাঙ্গনে রাজ্য নেতাদের নিয়েই ঘোরেন অমিত শাহ।
অমিত শাহর সামনে নৃত্য পরিবেশন করেন বিশ্বভারতীর পড়ুয়ারা।
মঞ্চে বাউল গান পরিবেশন। শ্রোতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্যামবাটীতে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিতে। সেখানেও জমে ওঠে গানের আসর।
মধ্যাহ্নভোজের আগে বাসুদেব দাসের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গে পুজো দেন অমিত।
রবিবার অমিতের মেনু ছিল একেবারেই সাধারণ। অমিতের সঙ্গী ছিলেন রাজ্য নেতারাও।
উত্তরায়ণে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে অমিত শাহ।
শান্তিনিকেতনের বিখ্যাত মাটির বাড়ি শ্যামলীতে অমিত শাহ।
শ্যামলীতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে অমিত শাহ।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের অমিতের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির নেতারাও।
বেশ কিছু ক্ষণ সময় শ্যামলীতে কাটান অমিত।
শান্তিনিকেতনে এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে ছবিও তোলেন অমিত।
দুপুরে বোলপুরের ডাকবাংলো মাঠ এলাকা থেকে শুরু হয় অমিতের রোড শো।
রোড শোয়ে অমিতের সঙ্গী ছিলেন রাজ্য বিজেপির নেতারাও।
অমিতের রোড শো শেষ হয় বোলপুর চৌরাস্তায়।