COVID-19 vaccine

টিকাকরণের প্রস্তুতি দক্ষিণ দিনাজপুরে, স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখলেন জেলাশাসক

বুধবার প্রথমে জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য কার্যালয় পরিদর্শন করেন জেলাশাসক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দক্ষিণ দিনাজপুর শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৭:১০
Share:

—প্রতীকী চিত্র।

গোটা দেশের পাশাপাশি এ বার দক্ষিণ দিনাজপুরেও টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার মুখে। তা নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। টিকাকরণ শুরু করতে জেলা স্বাস্থ্য দফতর কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখলেন জেলাশাসক নিখিল নির্মল।

Advertisement

বুধবার প্রথমে জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য কার্যালয় পরিদর্শন করেন জেলাশাসক। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক এবং জেলা প্রশাসনের অন্য আধিকারিকরাও। প্রতিষেধক সেন্টারগুলির পরিকাঠামোও খতিয়ে দেখেন তাঁরা।

নোভেল করোনাভাইরাসের প্রকোপের বিরুদ্ধে শুরু থেকেই লড়ে চলেছে দক্ষিণ দিনাজপুর। এ ব্যাপারে সেলার জেলার স্বাস্থ্যকর্মীরা কার্যত সৈনিকের ভূমিকা পালন করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement