Abhishek Banerjee

তৃণমূলের সর্বভারতীয় দায়িত্বে অভিষেক, আনন্দে মাতলেন রায়গঞ্জের তৃণমূল কর্মীরা

রায়গঞ্জ বিধানসভার তৃণমুল কংগ্রেসের কো-অর্ডিনেটর অরিন্দম সরকারও কর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ২০:২২
Share:

নিজস্ব চিত্র

শনিবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর অভিষেকের নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা হওয়ার পরই আনন্দে মেতে উঠলেন রায়গঞ্জের তৃণমূল কর্মী-সমর্থকরা। চলল দেদার মিষ্টিমুখ, আয়োজিত হল রক্তদান শিবির।

রায়গঞ্জ বিধানসভার তৃণমুল কংগ্রেসের কো-অর্ডিনেটর অরিন্দম সরকারও কর্মীদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন। সব কিছুই হয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে।

অরিন্দম বলেন, ‘‘আমাদের প্রিয় যুব নেতা অভিষেক বন্দোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রসের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। এই দিনটাকে স্মরণীয় করতে আমরা ছাত্র যুবদের স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি। দলের এই সিদ্ধান্তে আমরা ভীষণ খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement