এই হাসপাতাল থেকেই চম্পট বিচারাধীন বন্দির। নিজস্ব চিত্র
হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে চম্পট দিল বিচারাধীন বন্দি। ঘটনাটি কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। পুলিশ ওই বন্দির খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে। পলাতকের বিরুদ্ধে মা-কে খুনের অভিযোগ রয়েছে।
মা-কে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে বিপ্লব বর্মণ নামে এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। মঙ্গলবার জেল হেফাজত থেকে তাকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বিপ্লবের এক্স রে করানোর জন্য তাকে সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যাওয়া হয়। ওই সময়েই এক্স রে রুম থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে।
গত ২১ মে কোচবিহার এক নম্বর ব্লকের চিলকির হাটের একমুখা এলাকায় বিপ্লবের হাতে খুন হন তার ষাটোর্ধ্ব মা মুক্তাবালা বর্মণ। সেই ঘটনায় গ্রেফতার করা হয় বিপ্লবকে। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে জানিয়েছেন কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার।