Drug Peddling

তরুণীর ভ্যানিটি ব্যাগ খুলে চমকে গেল পুলিশ! জেরা করতে নিয়ে যাওয়া হল ইসলামপুর থানায়

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালায় ৩১ নম্বর জাতীয় সড়কে। বাস থেকে গ্রেফতার করা হয় তরুণীকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৮:৩৭
Share:

মাদক পাচারের অভিযোগে বাস থেকে গ্রেফতার তরুণী। — নিজস্ব চিত্র।

বিপুল টাকার মাদক-সহ এক তরুণীকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত ওই তরুণীর থেকে উদ্ধার হয়েছে ৭৩৫ গ্রাম ব্রাউন সুগার। যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকারও বেশি। ওই মাদক নিয়ে তরুণী শিলিগুড়ি যাচ্ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ইসলামপুর থানার রামগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালায় ৩১ নম্বর জাতীয় সড়কে। রামগঞ্জের নয়াপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে তল্লাশি চালান তাঁরা। পুলিশের দাবি, ওই বাসে থাকা এক তরুণীর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দু’টি ব্রাউন সুগারের প্যাকেট। চয়নতারা খাতুন নামে ওই তরুণী মালদহ জেলার রতুয়া থানার আলপাড়া রতুয়া কলোনির বাসিন্দা।

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল জানান, চয়নতারা শিলিগুড়িতে নিয়ে যাচ্ছিলেন ওই মাদক। তবে কারা মাদকচক্রের পান্ডা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement