নির্বাচনী প্রচারে ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কথা বারংবার উল্লেখ করেছিলেন তিনি। বলেছিলেন, ‘এত দিন আমেরিকায় যেটুকু ভাল হয়েছে, তার মুনাফা লুটেছে শুধু ক্ষমতার অলিন্দে বসে থাকা মুষ্টিমেয় কিছু মানুষ’। প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি ক্ষমতায় আসেন, সেই ছবি আমূল পাল্টে দেবেন। অন্য দেশ বা অভিবাসী নয়, অগ্রাধিকার দেবেন আমেরিকার নাগরকিদের স্বার্থরক্ষায়।