ফাইল চিত্র
দিনহাটার উপনির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। সোমবার দলীয় একটি অনুষ্ঠানে এসে তাঁর এই জয়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বললেন, ‘‘কোনও ছাত্র ক্লাস টেস্টের পরীক্ষায় ফেল করে যদি ভার্চুয়াল পরীক্ষার মাধ্যমে স্টার পায় বা ফার্স্ট ডিভিশন পায়, সেটা নিয়ে গর্ব করার বা বড় বড় কথা বলার কিছু নেই। পশ্চিমবঙ্গে যে ভাবে ভোট পরবর্তী হিংসা হয়েছে, তাতে আমরা আশঙ্কা প্রকাশ করছি, গ্রামাঞ্চলে তো বটেই, পুরসভা ভোটে শহরাঞ্চলের মানুষরাও অবাধে ভোট দিতে পারবেন কি না। আজকে এই বিপুল ব্যবধানে জয় নিয়ে তৃণমূলের নেতাদের মধ্যেই শঙ্কা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে কী ভাবে ভুলুণ্ঠিত করা হচ্ছে, তা সাধারণ মানুষ বুঝতে পারছেন।’’
দিনহাটার উপনির্বাচনের ফল প্রকাশ করার পর থেকেই দেখা মেলেনি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের। শনিবার বিজেপি-র জেলা কার্যালয়ে গণ ভাইফোঁটা অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানেই তিনি উদয়নের জয়কে এ ভাবে কটাক্ষ করেছেন। পাশাপাশি উপনির্বাচনে বিপর্যস্ত হওয়ার পর সংগঠনকে চাঙ্গা করবেন কী করে, তা নিয়ে নিশীথ বলেছেন,‘‘জেলার অনেক বড় নেতারা রয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলে আমরা সকলে মিলেই সিদ্ধান্ত নিব, সংগঠন শক্তিশালী রাখতে কী করতে হবে।’’
জবাবে উদয়ন বলেছেন, ‘‘নিশীথ নিজের বুথে এজেন্ট দিতে পারেননি। ওঁর তো এখন কথা না বলে এক বছর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ানো উচিত। পৌরসভা নির্বাচনের সময়ে নিশীথ কোথাও বসার জায়গা খুঁজে পাবে না, পৌরসভা নির্বাচনের সময় নিশীথ কারও বাড়িতে ভোট চাইতে গেলে মানুষ বসতে পর্যন্ত দেবে না।’’