Maldah Indcident

লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই মানিকচকে ছোড়া হয় গুলি! কালিয়াচককাণ্ডে অধরা এখনও দুই

মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ওই আগ্নেয়াস্ত্রগুলির লাইসেন্স রয়েছে। অন্য দিকে, কালিয়াচকে তৃণমূলকর্মী খুনের ঘটনায় অধরা এখনও দু’জন। তাঁদের খোঁজ চলছে বলে জানান মালদহের পুলিশ সুপার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২৩:২৪
Share:

—নিজস্ব চিত্র।

ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করতে শূন্যে গুলি ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। মালদহের মানিকচকের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা আগ্নেয়াস্ত্রগুলি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ওই আগ্নেয়াস্ত্রগুলির লাইসেন্স রয়েছে। অন্য দিকে, কালিয়াচকে তৃণমূলকর্মী খুনের ঘটনায় অধরা এখনও দু’জন। তাঁদের খোঁজ চলছে বলে জানান মালদহের পুলিশ সুপার।

Advertisement

মালদহের মানিকচকের নুরপুর এলাকায় রয়েছে ‘টিপটপ ক্লাব’। ক্লাবের পাশে পাঠাগার। ২৩ জানুয়ারি ওই ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল নুরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। অভিযোগ, খেলার উদ্বোধন হয় শূন্যে গুলি ছুড়ে। কয়েক জন যুবক লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন হাতে বন্দুক নিয়ে। তাঁরা যখন গুলি চালান, তখন উপস্থিত দর্শকেরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ঘটনার পর এফআইআর দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে।

মানিকচকের গুলিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে। আগ্নেয়াস্ত্রগুলির পরীক্ষা করা হচ্ছে। যাঁদের নামে ওই আগ্নেয়াস্ত্র রয়েছে, তাঁদের নোটিস পাঠানো হয়েছে ইতিমধ্যেই। যদি লাইসেন্স ধারকেরা গুলি চালিয়ে থাকেন তবে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ্যে এ ভাবে গুলি চালানো নিয়মবহিভূত।

Advertisement

অন্য দিকে, মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী হাসান শেখকে খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলঙ্গানা পুলিশের সহায়তায় হায়দরাবাদ থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়। সেই প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও দু’জন অধরা।

ঘটনা প্রসঙ্গে মালদহের পুলিশ সুপার জানান, ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে হাসানকে। তবে এই ঘটনা পূর্বপরিকল্পিত নয়। দুই গোষ্ঠীর বিবাদ থেকেই ঘটনা ঘটে।। যদিও গুলি চালানোর কোনও তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement