Darjeeling Mail

যান্ত্রিক ত্রুটির জেরে থমকে গেল শিয়ালদহগামী দার্জিলিং মেল, ২০ মিনিট পর স্বাভাবিক পরিষেবা

রবিবার আলুয়াবাড়ি স্টেশন থেকে ১০০ মিটার দূরে আচমকা দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। থমকে যায় ট্রেন। এর পর ট্রেনটিকে আলুয়াবাড়ি স্টেশনে ফেরত নিয়ে যাওয়া হয়। দুঘর্টনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় সমস্ত লেভেল ক্রসিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ০০:৩২
Share:

দার্জিলিং মেল। —ফাইল চিত্র।

দার্জিলিং মেলে যান্ত্রিক ত্রুটি! রেল সূত্রে খবর, রবিবার সাড়ে ৮টা নাগাদ আলুয়াবাড়ি স্টেশন থেকে ১০০ মিটার দূরে শিয়ালদহগামী দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে দাঁড়িয়ে পড়ে ট্রেন। ঘটনাস্থলে রেলের কর্মীরা পৌঁছে ইঞ্জিন সারিয়ে তোলেন। প্রায় ২০ মিনিট পর চলতে শুরু করে ট্রেন।

Advertisement

রবিবার আলুয়াবাড়ি স্টেশন থেকে ১০০ মিটার দূরে আচমকা দার্জিলিং মেলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। থমকে যায় ট্রেন। এর পর ট্রেনটিকে আলুয়াবাড়ি স্টেশনে ফেরত নিয়ে যাওয়া হয়। দুঘর্টনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় সমস্ত লেভেল ক্রসিং। রেল সূত্রে খবর, প্রেশার পাইপ ফেটে যাওয়ার কারণে বিপত্তি। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি (এনজেপি) এবং কিষাণগঞ্জের স্টেশন ম্যানেজারদের। সাময়িক ভাবে ব্যাহত হয় ওই রুটের বাকি ট্রেনগুলির পরিষেবাও। রেলের তৎপরতায় ২০ মিনিট পর আবার স্বাভাবিক হয় পরিস্থিতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement