— প্রতীকী চিত্র।
চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের শমসেরগঞ্জে। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে শমসেরগঞ্জ থানার লালপুরের একটি বাড়িতে এক যুবক ঢুকেছিলেন। পরিবারের লোকজন তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। তার পর তাঁকে পিলারের সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। পরে স্থানীয় কয়েক জন তাঁকে উদ্ধার করে কাছের একটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে শনিবার চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ওই যুবক বিভিন্ন নেশায় আসক্ত ছিলেন। তার বিরুদ্ধে অপরাধমূলক কাজের নানা অভিযোগ রয়েছে।
যে বাড়িতে ওই যুবক হাতেনাতে ধরা পড়েছিলেন, সেই বাড়ির এক সদস্য বলেন, ‘‘রাতে ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। তার পর দেখি, ওই যুবক ঘরের জিনিসপত্র বার করছে। চিৎকার করলে আশপাশের লোকজন ওকে ধরে নিয়ে যান। তার পর কে বা কারা ওকে মেরেছে জানি না।’’ মৃতের মা অবশ্য বলেন, ‘‘ছেলেকে কেউ ফোন করে ডেকেছিল। তার পর চোর সন্দেহে পিটিয়ে খুন করেছে।’’