Police Investigation

অংশীদারের সঙ্গে অশান্তি, রাগে তাঁর সন্তানদের খুন করে দেহ ঝুলিয়ে দিলেন রাজস্থানের ব্যবসায়ী

রবিবার যোধপুরের বোরানাদা এলাকার একটি বাড়ি থেকে ওই দুই খুদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ‌‌নিহত দুই শিশুর নাম তমন্না (১২) এবং শিবপাল (৮)। ঘটনাস্থল থেকে মিলেছে একটি চিঠিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫১
Share:

দু'দিন পর একটি ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হয় দুই শিশুর ঝুলন্ত দেহ। —প্রতীকী চিত্র।

ব্যবসা নিয়ে অংশীদারের সঙ্গে মনোমালিন্য চলছিল। সম্প্রতি জানতে পেরেছিলেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অংশীদার। এর পরেই অংশীদারের দুই সন্তানকে খুনের ছক কষলেন রাজস্থানের ব্যবসায়ী। পরিকল্পনা মাফিক দুই সন্তানকে খুনের পর ঝুলিয়ে দিলেন দেহও! অভিযোগ এমন‌ই।

Advertisement

রবিবার যোধপুরের বোরানাদা এলাকার একটি বাড়ি থেকে ওই দুই খুদের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ‌‌নিহত দুই শিশুর নাম তমন্না (১২) এবং শিবপাল (৮)। ঘটনাস্থল থেকে মিলেছে একটি চিঠিও। তাতে লেখা, ব্যবসার অংশীদারের সঙ্গে বিশ্বাসঘাতকতার মাসুল হিসাবেই প্রাণ দিতে হল দুই সন্তানকে! চিঠির ভিত্তিতে তদন্তে নেমে ওই ব্যবসায়ীর খোঁজ পেয়েছে পুলিশ।

তদন্তে জানা গিয়েছে, শুক্রবার বাড়ি থেকে স্কুল যাওয়ার জন্য রওনা দিয়েছিল দুই শিশু। তার পর থেকেই তাদের খোঁজ মেলেনি। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। শেষমেশ দু'দিন পর একটি ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হয় দুই শিশুর ঝুলন্ত দেহ।

Advertisement

ডিসিপি রাজর্ষি রাজ বর্মা জানিয়েছেন, ২০ বছর ধরে বন্ধুত্ব ছিল দুই অংশীদারের। কিন্তু মাঝপথে আচমকা ব্যবসা ছেড়ে চলে যান এক জন। এর পর থেকেই প্রাক্তন অংশীদারের সন্তানদের খুনের পরিকল্পনা করতে শুরু করেন অভিযুক্ত। সেই মতো শুক্রবার অংশীদারের দুই শিশুকে স্কুল থেকে তুলে নেন। এর পর নিজের বাড়িতে নিয়ে গিয়ে দু'জনকেই খুন করেন তিনি। খুনের পর দেহ ঝুলিয়ে দেন। তবে ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত ব্যবসায়ী। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement