Malda

‘দুর্নীতি করে থাকলে শাস্তি হবে’, কেন্দ্রীয় দল পাঠানোকে সমর্থন করলেন শাসকদলের কেষ্টবিষ্টুদের এক জন

রাজ্যে কিছু ঘটলেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে বৃহস্পতিবারই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২২:৩৪
Share:

নিজস্ব চিত্র।

রাজ্যে কিছু ঘটলেই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো নিয়ে বৃহস্পতিবারই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাচক্রে, সেই দিনেই আবাস যোজনার বিভিন্ন অভিযোগের তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রাজ্যে আসাকে সমর্থন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শাসকদল তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

Advertisement

কৃষ্ণেন্দু বলেন, ‘‘কেউ যদি সত্যিই দুর্নীতি করে থাকেন, সরকারি নিয়ম না মানেন, তা হলে সেটা কেন্দ্রীয় দল দেখবে। দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা হবে।’’ নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তৃণমূল নেতা বলেন, ‘‘দোষ তো আর কোনও দলের নয়। ব্যক্তি বিশেষে স্বার্থান্বেষী কিছু মানুষ, কিছু সরকারি দফতর এ সব করে। কেন্দ্রীয় দল তো বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই তদন্ত করছে। যা ব্যবস্থা নেওয়ার তারা নেবে।’’

এ প্রসঙ্গে বিজেপির মালদহ উত্তরের সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, ‘‘অনেকের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সেই সবেরই তদন্ত কেন্দ্রীয় দল করছে। আশা করি, কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে আইনজীবীদের একাংশের বিক্ষোভ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে। সেই আবহে উচ্চ আদালতে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’র প্রতিনিধি দল পাঠানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘এখন উইপোকা কামড়ালেও দিল্লির দল আসে! কলকাতা হাই কোর্টে যদি কোনও সমস্যা হয়, তা হলে তা (কলকাতা হাই কোর্টের) প্রধান বিচারপতি দেখবেন। আমরা আছি। আমাদের বার কাউন্সিল দেখবে। তা নয়, দিল্লি থেকে পাঠিয়ে দিচ্ছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement