CBI Investigation

কোরক হোমে কিশোরের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ হাই কোর্টের সার্কিট বেঞ্চের

ডিসেম্বরে জলপাইগুড়ির কোরক হোমে অস্বাভাবিক মৃত্যু হয় এক কিশোরের। সেই মৃত্যুর তদন্তভার সিবিআইকে দিল কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। ১৩ মার্চের মধ্যে রিপোর্টের নির্দেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪১
Share:

কোরক হোমে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় এই কিশোরের। — নিজস্ব চিত্র।

কোরক হোমে বিচারাধীন কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে। কবর থেকে দেহ তুলে পুনরায় ময়নাতদন্ত করতে পারবে সিবিআই। আগামী ১৩ মার্চের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।

Advertisement

গত ১৫ ডিসেম্বর জলপাইগুড়ি জুভেনাইল কোরক হোমে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। গলায় ফাঁস লাগানো অবস্থায় লাবু ইসলাম নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় তদন্তকারী আধিকারিককে। এরই মধ্যে সিবিআই তদন্ত চেয়ে আদালতে আবেদন জানায় মৃত লাবুর পরিবার। সেই আবেদন মঞ্জুর হল হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। ১৩ মার্চের মধ্যে আদালতে জমা দিতে হবে তদন্ত সংক্রান্ত রিপোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement