Mamata Banerjee

Mamata Banerjee: তৃণমূল ক্ষমতায় না থাকলে কোনও প্রকল্পও থাকবে না, মমতার বার্তা আলিপুরদুয়ারে

কোনও ভুল করলে তা সংশোধন করে নেবে তৃণমূল। তাঁরও সমালোচনা হোক। কিন্তু বিজেপিকে সুযোগ না দেওয়ার আবেদন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৫:২৬
Share:

কেন হেরে গেল তৃণমূল? আলিপুরদুয়ারে আক্ষেপ মমতার। ছবি: ফেসবুক।

২০২১ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলা খালি হাতে ফিরিয়েছে তৃণমূলকে। উত্তরবঙ্গ জুড়ে খারাপ ফল করেছে তৃণমূল। মঙ্গলবার আলিপুরদুয়ারের কর্মিসভায় সেই ‘খেদ’ লুকোলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, জনতার এই রায় তিনি মাথা পেতে নিয়েছেন। কিন্তু দুঃখও পেয়েছেন। এমনকি, এও জানালেন রাজ্যে তৃণমূল না ক্ষমতায় থাকলে জনকল্যাণকর প্রকল্পও থাকবে না।

Advertisement

মমতার কথায়, ‘‘লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন, বিনা পয়সায় চিকিৎসা কিছুই হবে না। সব নিজেদের করে নিতে হবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এত কাজ করার পরও হারের জন্য দুঃখ পেয়েছি। বিজেপির মিথ্যা কথায় ভুলে কেন উত্তরবঙ্গে জিতে গেল বিজেপি? কী করেছে বিজেপি?’’ এর পর জ্বালানির মূল্যবৃদ্ধি, উত্তরবঙ্গের চা বাগান বন্ধ নিয়ে বিজেপিকে একহাত নেন মমতা। গোর্খাল্যান্ড ইস্যুতেও কেন্দ্রকে কটাক্ষ করেন। মমতা কটাক্ষের সুরে বলেন, ‘‘গোর্খাল্যান্ড করব। বলেছিল কি বলেনি? আমরা তো করতে দেব না। আসলে ভোটের সময় পাহাড়ের সঙ্গে তরাই ডুয়ার্সের ঝগড়া লাগিয়ে দেয় ওরা (বিজেপি)।’’

মমতার আবেদন, তাঁর দলের কোনও নেতার ভুল কাজের জন্য যেন গোটা দলকে কেউ ভুল না বোঝেন। বলেন, ‘‘ভুল বোঝাবুঝি থাকলে আমায় দোষ দিন। কোনও ভুল করলে আমরা সংশোধনও করি। কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। ওরা ভুয়ো খবর দিয়ে আপনাদের প্রভাবিত করতে চায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement