Leopard

Leopard: লোকালয়ে ঢুকে হামলা চিতাবাঘের, খাঁচাবন্দি করতে গিয়ে জখম দুই বনকর্মী-সহ চার জন

স্থানীয়েরা জানান, সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি চিতাবাঘ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ১৮:০৩
Share:

নিজস্ব চিত্র

আবার লোকালয়ে ঢুকে হামলা চালাল চিতাবাঘ। বন্যপ্রাণীর আক্রমণে গুরুতর জখম হয়েছেন চার জন। তাঁদের মধ্যে দু’জন বনকর্মী এবং দু’জন গ্রামবাসী। রবিবার সকালে জলপাইগুড়ির শিলবারিহাট ঘাটপার এলাকায় ঘটনাটি ঘটেছে।

Advertisement

স্থানীয়েরা জানান, সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। এর পরেই বন দফতরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা ঘটনাস্থলে এলে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করেন। সেই সময়েই তাঁদের উপর হামলা চালায় বন্যপ্রাণীটি। তাতে আহত হন দু’জন বনকর্মী। আশপাশে থাকায় চিতাবাঘের হামলার শিকার হন দু’জন গ্রামবাসীও। তাঁদের মধ্যে এক জন মহিলাও রয়েছে। ওই চার জনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটিকে এখনও ধরা যায়নি। বর্তমানে এলাকার একটি ঝোপে লুকিয়ে রয়েছে সেটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement