Coronavirus in West Bengal

Covid-19 in West Bengal: দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ, মালদহ হাসপাতাল ও সরকারি দফতরে এক দিনে আক্রান্ত ২০০

গত ২৪ ঘন্টায় আরও ২০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মালদহ জেলা পরিষদের ৩১ জন কর্মী কোভিড-১৯ আক্রান্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২২ ১০:৫৪
Share:

প্রতীকী ছবি।

Advertisement

মালদহ জেলা স্বাস্থ্য দফতরে করোনার থাবা। গত ২৪ ঘন্টায় আরও ২০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে, আক্রান্তদের তালিকায় দুই চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। স্বাস্থ্য দফতরের পাশাপাশি মালদহ জেলা পরিষদের ৩১ জন কর্মী কোভিড-১৯ আক্রান্ত।

এই পরিস্থিতিতে জেলা পরিষদের সদস্যদের দফতরে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। কোভিড পরিস্থিতিতে জেলা পরিষদের কাজকর্ম টেলিফোনে বা ভার্চুয়ালের মাধ্যমে করা হবে। অত্যন্ত জরুরি ভিত্তিতে কাজ থাকলেই সম্পূর্ণ স্বাস্থ্যদপ্তরের নিদের্শিকা মেনে জেলা পরিষদে আসতে হবে।

Advertisement

জেলা পরিষদের সদস্য শুক্রবার স্বপন মিশ্র এই তথ্য জানিয়ে বলেন, ‘‘পরিস্থিতি উদ্বেগজনক। অত্যন্ত দ্রুত এই করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তবে প্রশাসন সজাগ রয়েছে। স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। প্রশাসনকে জনগণ সহযোগিতা করুক, এটাই আমাদের আবেদন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement