অভিযোগ, এক রাতের মধ্যে পুরো কলাবাগান নষ্ট করে দেওয়া হয়েছে। —নিজস্ব চিত্র।
একটা বিশাল কলাবাগান রাতারাতি তছনছ। ৩০০-র বেশি কলাগাছের মাথা কেটে নিয়ে চলে গিয়েছেন কেউ বা কারা। বাগান জুড়ে পড়ে আছে শুধু কাটা গাছ এবং পাতা। ঘটনাস্থল মুর্শিদাবাদের ডোমকল। অভিযোগ, বৌমা কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন বলে শ্বশুরের কলাবাগানে ‘হামলা’ চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
ডোমকলের মোহনপুর এলাকার বাসিন্দা আত্তাব মণ্ডলের দেড় বিঘা কলাবাগানের মালিক। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে তিনি খবর পান রাতের অন্ধকারে কেউ তাঁর কলাবাগানের প্রায় সব গাছ কেটে নষ্ট করে দিয়েছেন। বাগানে ছুটে যান আত্তাব। দেখেন, পুরো বাগান তছনছ। সব দেখে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তাঁর দাবি, বৌমা কংগ্রেস প্রার্থী হওয়ায় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় তিনি ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্বশুরের মতো একই অভিযোগ করেছেন পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী রুমা খাতুন। তাঁর কথায়, ‘‘কংগ্রেস প্রার্থী হওয়ার পর থেকেই নানা ভাবে আমার পরিবারের উপর অত্যাচার করা হচ্ছে। কিন্তু তৃণমূল শত চেষ্টা করেও আমাকে দমাতে পারবে না।’’ যদিও কংগ্রেস প্রার্থী ও তাঁর শ্বশুরের অভিযোগ নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের কথায়, ‘‘ভোটে হারার ভয় পেয়ে কংগ্রেস প্রার্থী এখন তাঁর পরিবারকে দিয়ে তৃণমূলকে বদনাম দেওয়ার চেষ্টা করছে। মিথ্যা অভিযোগ করছে। মানুষ ঠিকই সব বুঝে নেবে।’’ অন্য দিকে, অভিযোগ পেয়ে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।