বিডিও-র দফতরে অনাস্থা প্রস্তাব পেশ তৃণমূলের। নিজস্ব চিত্র।
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই জেলায় জেলায় একের পর এক পঞ্চায়েত হারাচ্ছে বিজেপি। আর সেই পঞ্চায়েতগুলির দখল পাচ্ছে তৃণমূল। এ বার বিজেপি-র পঞ্চায়েত সদস্যদের দলত্যাগের জেরে নবদ্বীপের মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত দখল করতে চলছে তৃণমূল।
২০১৮-র পঞ্চায়েত ভোটে নবদ্বীপের মাজদিয়া পঞ্চায়েতে তৃণমূলের ৯ জন প্রার্থী জিতেছিলেন। বিজেপি-র ছিল ৬ জন , সিপি এমের ২ জন। এ ছাড়া ছিলেন ২ জন নির্দল। এরপর বিজেপি , সিপিএম, এবং নির্দল সদস্যেরা মিলে ওই পঞ্চায়েতের বোর্ড গঠন করেন। বুধবার ওই পঞ্চায়েতের উপপ্রধান মদনমোহন দফাদার নিজেই বোর্ড ভাঙার জন্য বিডিও-র কাছে আবেদন করেন। সেই আবেদনে তৃণমূলের ৯ সদস্য-সহ মোট১০ জন সই করেছেন।
পঞ্চায়েতের উপপ্রধান মদনমোহন বুধবার বলেন, ‘‘আমাকে ভোট দিয়ে মানুষ কাজ করার জন্য পাঠিয়েছেন কিন্তু আমি সেখানে কাজ করতে পারছি না। তাই আমি আজ অনাস্থা আনলাম।’’