Death

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে কান্দিতে ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুদ্রবাটির বাসিন্দা ভানু ঘোষের সাথে সুবল কোনাই নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ১১:৪৯
Share:

মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রুদ্রবাটি গ্রামে। নিজস্ব চিত্র

বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। রবিবার সকলে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দির রুদ্রবাটি গ্রামে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুদ্রবাটির বাসিন্দা ভানু ঘোষের সাথে সুবল কোনাই নামে এক ব্যক্তির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কয়েক বছর আগে ভানুর স্বামীর মৃত্যু হয়। তার পর থেকেই ওই ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রবিবার সকালে ভানুর ছেলে দীনবন্ধু ঘোষ (২০)-এর মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ উঠেছে ভানু তার সঙ্গী সুবলের সঙ্গে মিলে দীনবন্ধুকে শ্বাসরোধ করে খুন করেছে।

প্রতিবেশীদের দাবি, দীনবন্ধুর গলায় দাগ রয়েছে। আর তা থেকেই দীনবন্ধুকে খুনের সন্দেহ করছেন অনেকে। পুলিশ দীনবন্ধুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তাঁর মা ভানুকেও গ্রেফতার করেছে কান্দি থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement