Bharat Jodo Nyay Yatra

মুর্শিদাবাদে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র কর্মসূচি জানতে কংগ্রেস মুখপাত্রকে ফোন সিপিএমের

১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে রাহুলের আসার কথা। জেলায় তাঁদের দিন দুয়েকের কর্মসূচি রয়েছে। জেলা সফরকালে কংগ্রেসের পাশে থাকতে চায় বামেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৪ ০১:২৫
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ আগামী ৩১ জানুয়ারি মালদহে প্রবেশ করার কথা। সেখান থেকে ১ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের বহরমপুরে রাহুলের আসার কথা। জেলায় তাঁদের দিন দুয়েকের কর্মসূচি রয়েছে। জেলা সফরকালে কংগ্রেসের পাশে থাকতে চায় বামেরা। সিপিএম সূত্রে খবর, জেলায় ‘ন্যায় যাত্রা’র কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে সোমবার সকালে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসকে ফোন করেন সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক জামির মোল্লা। পূর্ব ঘোষণা মতো জেলায় ‘ন্যায় যাত্রা’য় থাকার কথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমেরও।

Advertisement

জয়ন্ত বলেন, “সিপিএমের জেলা সম্পাদক ফোন করেছিলেন। তাঁর সঙ্গে ‘ন্যায় যাত্রা’র কর্মসূচির পথ এবং অন্যান্য নানা বিষয়ে আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, সিপিএমের শরিক দল হিসাবে সেখানে অন্যান্যেরা উপস্থিত থাকবেন কি না, সে ব্যাপারে অবশ্য কোনও কথা হয়নি।

জামির বলেন, “বিষয়টি কেন্দ্রীয় স্তরে সিদ্ধান্ত হয়েছে। আমরা ওঁদের কাছে কর্মসূচির বিষয়ে জেনেছি। এ বিষয়ে অন্য শরিকদের সঙ্গে আলোচনাও করা হবে।”

Advertisement

এর আগে, উত্তরবঙ্গে বাম নেতৃত্বকে রাহুলের ‘ন্যায় যাত্রা’য় পা মেলাতে দেখা গিয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো রাজ্য সিপিএম আগেই জানিয়েছিল অন্য জেলাতেও সিপিএম নেতৃত্বকে দেখা যাবে।

সিপিএম সূত্রে খবর, মালদহে রাহুলের যাত্রায় সিপিএমের শতরূপ ঘোষ উপস্থিত থাকতে পারেন। মুর্শিদাবাদে ‘ন্যায় যাত্রা’ পৌঁছনোর কথা ১ ফেব্রুয়ারি। সেখানে মহম্মদ সেলিমের সঙ্গে যুবনেত্রী তথা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়ও থাকতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement