Murshidabad

তৃণমূল নেতার বাড়িতে ছোড়া হল বোমা! মুর্শিদাবাদের রেজিনগরে আঙুল উঠল কংগ্রেসের দিকে

সাদা ধোঁয়ায় তৃণমূল নেতার বাড়ি ঢেকে গেলেও হতাহতের কোনও খবর নেই। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২৪ ১৯:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

হেলমেট পরিহিত দুই বাইক আরোহী বাড়ির সামনে দাঁড়ান। কয়েক সেকেন্ডের ব্যবধান মাত্র। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক বোমা। প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা। আশপাশের লোকজন ছুটে আসার আগেই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। সাদা ধোঁয়ায় তৃণমূল নেতার বাড়ি ঢেকে গেলেও হতাহতের কোনও খবর নেই। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায়। অভিযোগ, পঞ্চায়েত সদস্য আজিরুল শেখের ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বাড়িতে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

Advertisement

৩৪ নম্বর জাতীয় সড়কে রেজিনগর থানার দাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আজিরুলের বাড়িতে বোমাবাজির পর আতঙ্কিত এলাকাবাসী। জাতীয় সড়কেও বেশ কিছু ক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই পঞ্চায়েত সদস্যের দাবি, লোকসভা নির্বাচনের আগে থেকেই সেখানকার প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের আশ্রিত দুষ্কৃতীদের দিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল।

যদিও মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের বক্তব্য, ‘‘কোনও দুষ্কৃতীমূলক কাজকর্মের সঙ্গে কংগ্রেস যুক্ত নয়। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাও নেই। তবে সব জায়গার মতো ওখানেও হয়তো তৃণমূল নিজেদের বখরার ভাগাভাগি নিয়ে গন্ডগোল করেছে।’’

Advertisement

অভিযোগ পেয়ে পুলিশ গ্রামের আশপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের শনাক্ত করতে জাতীয় সড়ক সংলগ্ন ব্যবসায়ীদের সাহায্য নেওয়া হচ্ছে। দুষ্কৃতীরা জাতীয় সড়ক ধরে কিছুটা যাওয়ার পর মেঠো রাস্তায় ঢুকে গিয়েছিল বলে প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement