dead body

Dead Body: দ্বাদশ শ্রেণির ছাত্রীর পচাগলা দেহ উদ্ধার নদিয়ার গয়েশপুরে, চাঞ্চল্য এলাকায়

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকে ওই কবরস্থানের আশপাশের এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়তেই থানায় খবর দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২১ ২০:১৫
Share:

নিহত কিশোরী সোমা সাহা। —নিজস্ব চিত্র।

এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার গয়েশপুর এলাকায়। গয়েশপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কবরস্থানের পাশে একটি ঝোপঝাড় থেকে থেকে উদ্ধার হয় সোমা সাহা নামে ওই কিশোরীর দেহ।

Advertisement


স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল থেকে ওই কবরস্থানের আশপাশের এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়তেই থানায় খবর দেওয়া হয়। তার পরই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বয়স ১৭। গয়েশপুর চাঁদমারি দেশপ্রিয় শিক্ষানিকেতনের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের দাবি, গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিল সোমা। কল্যাণী থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। এর নেপথ্যে প্রেমঘটিত কারণ থাকতে পারে বলে পরিবারের অনুমান। স্থানীয়দের দাবি, ৮ নম্বরের ওয়ার্ডের বাসিন্দা সুদীপ্ত দাস নামে এক যুবকের সঙ্গে সোমার সম্পর্ক ছিল। বছরখানেক আগেই সুদীপ্তর বিয়ে হয়েছিল। পাশাপাশি সোমার সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

Advertisement

গোটা ঘটনার পিছনে সুদীপ্তকেই দায়ী করেছেন মৃতের বাবা উত্তম সাহাও। তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement