—প্রতীকী ছবি।
নতুন বছরে (পড়ুন ২০২৫) ফের বাড়বে সোনার দাম? হলুদ ধাতুতে আবারও কেন্দ্র শুল্ক বৃদ্ধি করবে বলে ছড়িয়েছে জল্পনা। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার সেই সিদ্ধান্ত নিলে সোনা যে দামি হবে, তা বলাই বাহুল্য। আগামী বছরের কেন্দ্রীয় বাজেটে এই সংক্রান্ত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
চলতি বছরের ২৩ জুলাই সংসদের বাজেট বক্তৃতায় সোনার উপর আমদানি শুল্ক হ্রাস করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগে হলুদ ধাতুতে আমদানি শুল্ক ছিল ১৫ শতাংশ। সেখান থেকে কমিয়ে শুল্কের পরিমাণ ছ’শতাংশে নামিয়ে আনেন তিনি। সরকারের দাবি, এতে অনেকটাই কমেছে সোনার চোরাচালান। আগে বছরে ১৫০ থেকে ২০০ টন হলুদ ধাতু চোরাপথে ঘরোয়া বাজারে আসত বলে তথ্য দিয়েছে কেন্দ্র।
অন্য দিকে শুল্ক কমানোর জেরে এ বছরের নভেম্বরে সোনার আমদানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে বেড়েছে বাণিজ্য ঘাটতি। তা ছাড়া ডলারের নিরিখে টাকার দাম কমে যাওয়ায় বেশি খরচ করে সোনা আমদানি করতে হচ্ছে সরকারকে। আর এতেই উদ্বেগ বেড়েছে কেন্দ্রের। সূত্রের খবর, এর জেরেই পুরনো অবস্থানে ফিরতে চাইছে অর্থ মন্ত্রক।
বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরে ১৭৩ টন সোনা আমদানি করা হয়েছে। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে স্বর্ণ আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪৯ শতাংশ। গত দু’বছরে বিদেশ থেকে ঘরের মাটিতে হলুদ ধাতু এসেছে গড়ে ৭০০ টন। সোনার এ-হেন উচ্চ আমদানি রাজস্ব ঘাটতির উপর চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন অর্থ মন্ত্রকের কর্তাব্যক্তিরা।
সূত্রের খবর, এ ব্যাপারে হঠকারী সিদ্ধান্ত নিতে নারাজ কেন্দ্র। ডিসেম্বর মাসের স্বর্ণ আমদানির উপর নজর রাখছে সরকার। সেই তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রক। ফেব্রুয়ারিতে ফের বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। সেখানে আমদানি শুল্কের কোনও পরিবর্তন করেন কি না, তার জন্য অপেক্ষা করতে হবে আরও দু’মাস। শুল্কের হ্রাস-বৃদ্ধির উপর খুচরো বাজারেও সোনার দামের ওঠাপড়া নির্ভর করবে।