Murshidabad

রোগীকে দেখে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম একই পরিবারের ১২ জন

কান্দরা এলাকায় একটি ছোট গাড়িকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মোটর ভ্যানটি। দুর্ঘটনায় চালক সহ ১২ জন জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১ ২২:২২
Share:

কান্দি হাসপাতালে ভর্তি আহতরা। নিজস্ব চিত্র।

রোগীর সঙ্গে দেখা করে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ১২ জন। মুর্শিদাবাদে কান্দি-কাটোয়া দুর্ঘটনা হয়। আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালার থানার মাখালতোলা গ্রামের কয়েক জন বাসিন্দা, পরিবারের অসুস্থ ১ সদস্যকে দেখতে গিয়েছিলেন শালিন্দায়। ফেরার সময় তাঁরা একটি মোটর চালিতে ভ্যানে ওঠেন। কান্দরা এলাকায় একটি ছোট গাড়িকে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় মোটর ভ্যানটি। দুর্ঘটনায় চালক সহ ১২ জন জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement