Jackals

Jackal Bite: শেয়ালের হানায় জখম, রিপোর্ট চাইলেন মন্ত্রী

জেলাশাসক ও বন দফতরের এক আধিকারিক এ দিনই ওই এলাকায় গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৫:২৯
Share:

প্রতীকী ছবি।

মালদহে শেয়ালের হানায় গ্রামবাসীদের জখম হওয়ার ঘটনায় রিপোর্ট তলব করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দফতরের রিপোর্ট পাওয়ার পরে আগামী মঙ্গলবার বিধানসভায় এই ব্যাপারে তিনি বিবৃতি দিতে পারেন বলে জানিয়েছেন বনমন্ত্রী। মালদহের হরিশ্চন্দ্রপুরে হরদমনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় শেয়ালের একটি দলের আক্রমণে ৪৫ জন জখম হয়েছেন। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাজমুল হোসেন শুক্রবার বিধানসভায় ওই ঘটনার কথা উল্লেখ করে জখমদের চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং শেয়ালের দলটিকে ধরার ব্যবস্থা করার দাবি তোলেন। জেলাশাসক ও বন দফতরের এক আধিকারিক এ দিনই ওই এলাকায় গিয়েছিলেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে বনমন্ত্রী জানিয়েছেন, হামলাকারী শেয়ালের দলটি বিরল ‘সোনালি শৃগাল’ প্রজাতির। গোটা রাজ্যে প্রায় ৩০০টি ওই প্রজাতির শেয়াল রয়েছে। মালদহের জগন্নাথপুরের জঙ্গলে রয়েছে ৮০টি শেয়াল। তাদেরই একটি দল হামলা চালিয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের কথা মাথায় রেখেই প্রশাসনকে এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে হবে। আহতদের মধ্যে ২০ জনকে ইতিমধ্যে প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয়বাবুর বক্তব্য, সোমবারের মধ্যে বন দফতরের কাছ থেকে রিপোর্ট পাওয়া যাবে।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement