TMCP

কাঁথি আদালতে আত্মসমর্পণ নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতার

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ কাঁথি আদালতে আইনজীবী মারফত আত্মসমর্পণ করেন তৃণমূলের ছাত্রনেতা। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫৯
Share:

আদালতে আত্মসমর্পণ তৃণমূলের ছাত্রনেতার। — প্রতীকী ছবি।

দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কাঁথি আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবারই অভিযুক্ত ছাত্রনেতাকে কাঁথি আদালতে তোলা হয়। ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Advertisement

কাঁথি শহরের জাঁলালখাবার বাসিন্দা তথা তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে এক নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে কাঁথির মহিলা থানায় গত জানুয়ারির গোড়ায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। কিন্তু অভিযোগ, প্রভাবশালী ছাত্রনেতাকে পুলিশ গ্রেফতার করেনি। মামলা তুলে নেওয়ার জন্য নাবালিকার বাড়িতে প্রতিনিয়ত হামলা, হুমকি চলছিল বলেও অভিযোগ।

এর পর নাবালিকার পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয় হাই কোর্ট। তার পরেও অভিযুক্ত ছাত্রনেতার কোনও খোঁজ মিলছিল না। পরিবর্তে নাবালিকার পরিবারের ওপর বার বার হুমকির অভিযোগ উঠতে থাকে। বৃহস্পতিবার কাঁথি থানায় অভিযুক্ত ছাত্রনেতা আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

নির্যাতিতার পরিবারের অভিযোগ, প্রলোভন দেখিয়ে মেয়েকে দিঘায় হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনার কথা প্রকাশ্যে জানাজানি হলে আপত্তিকর ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে। এর জেরে মানসিক ভাবে বিধ্বস্ত নির্যাতিতা আত্মহত্যারও চেষ্টা করে বলেন দাবি পরিবারের। কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, “অভিযুক্ত আজ (বৃহস্পতিবার) আত্মসমর্পণ করেছেন। ধৃতকে আদালতে তোলা হবে। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement