বিশ্ব হিন্দু পরিষদের আইনি সেলের এক অনুষ্ঠানে বিচারপতি যাদব অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছিলেন। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
যে মন্তব্য তিনি করেছিলেন, তা এড়ানো যেতে পারত। ইলাহাবাদ হাই কোর্টের বিতর্কিত বিচারপতি শেখরকুমার যাদবকে ডেকে পাঠিয়ে সুপ্রিম কোর্টের কলেজিয়াম এমন সতর্কবার্তাই দিয়েছে বলে সংবাদমাধ্যমের একাংশের দাবি। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন কলেজিয়ামের সঙ্গে বিচারপতি যাদবের আধ ঘণ্টার ওই বৈঠকে আর কী কী কথা হয়েছে, তা অবশ্য সবিস্তার জানা যায়নি।
গত ৮ ডিসেম্বর ইলাহাবাদ হাই কোর্ট চত্বরে আয়োজিত বিশ্ব হিন্দু পরিষদের আইনি সেলের এক অনুষ্ঠানে বিচারপতি যাদব অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করে বলেছিলেন, ‘‘আমার বলতে বাধা নেই, এটা হিন্দুস্তান। এখানে বসবাসকারী সংখ্যাগুরু মানুষের ইচ্ছা অনুযায়ীই এই দেশ নিয়ন্ত্রিত হবে।’’ সংখ্যালঘুদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। দেশজোড়া সমালোচনার মুখে সুপ্রিম কোর্ট বিচারপতি যাদবকে কলেজিয়াম বৈঠকে ডেকে পাঠায়।