—ফাইল চিত্র
অধিকারীদের খাসতালুক কাঁথিতে আজ, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মহামিছিল। এ দিনই হলদিয়াতেও মহামিছিল করবেন তৃণমূল নেত্রী দোলা সেন। ‘শক্তি প্রদর্শন’ চলছেই দুই দলের!
হলদিয়ার তৃণমূল নেতৃত্বের খবর, বৃহস্পতিবার হলদিয়া শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং তৃণমূল শ্রমিক সংগঠনের ব্যানারে একটি মহামিছিলের আয়োজন করা হয়েছে। দুপুরে হলদিয়া এক্সাইড মোড় থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত মিছিলটি হবে। সেখানেই হাজির থাকবেন দোলা। হলদিয়া আইএনটিটিইউসি শাখার সমস্ত নেতা-কর্মীদের ওই মিছিলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন।
হলদিয়া বিধানসভা এলাকার ভোটাদের সিংহভাগই শ্রমিক। ২০১৬ বিধানসভা নির্বাচনে হলদিয়া বিধানসভায় ভরাডুবি হয়েছিল তৃণমূলের। কারণ হিসাবে উঠেছিল, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল শ্রমিকদের। সেই প্রভাব পড়েছিল ভোট বাক্সে। তাই এবার শ্রমিকদের ভোট নিজেদের খাতায় তুলে রাখতে মরিয়া তৃণমূল।
স্থানীয় সূত্রের খবর, বন্দর শহরের একাধিক কাউন্সিলর-সহ বহু শ্রমিক নেতা শুভেন্দু অনুগামী বলে পরিচিত। তাঁদেরকে ডেকে তৃণমূল নেতৃত্বের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছিল। এর পরে প্রকাশ্যে তাঁরা তাঁদের অবস্থান না দেখালেও ভিতরে ভিতরে অনেকে শুভেন্দু অনুগামী রয়ে গিয়েছেন বলেই মনে করছেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। সেই জন্যই হলদিয়ার শ্রমিক সংগঠনের মজবুত করার ব্যাপারে বাড়তি নজর দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কর্মী বলছেন, ‘‘আসলে এখানে শিল্প সংস্থার গেটগুলিতে যেসব নেতারা রয়েছেন, তাঁরা বেশিরভাগই শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত। তাই তাঁদের রাশ কড়া হাতে ধরতে চাইছেন তৃণমূল রাজ্য নেতৃত্ব। সেই জন্যই শিল্প সংস্থাগুলির শ্রমিক সংগঠনের ওপর জোর দেওয়া হচ্ছে।’’
দোলা সেনের মিছিল প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের আইএনটিটিইউসি’র কার্যকরী সভাপতি শিবনাথ সরকার বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি এবং নতুন শ্রম আইনের বিরুদ্ধে দোলা সেনের নেতৃত্বে একটি মহা মিছিল হবে।’’