Jhargram

কাঁচা ডিম দিতে রাজি না হওয়ায় বচসা, অঙ্গনওয়াড়ি কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঝাড়গ্রামে

ঘটনার পরেই দোষীর শাস্তির দাবিতে গোপীবল্লভপুর থানা এবং সিডিপিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই কর্মীর স্বামীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ২২:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম চেয়েছিলেন এক পড়ুয়ার বাবা। তা দিতে অস্বীকার করায় আইসিডিএস কেন্দ্রে গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে মারধরের অভিযোগ উঠল পড়ুয়ার অভিভাবকের বিরুদ্ধে! শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর নাম মধুমিতা সুঁই দাস। তিনি গোপীবল্লভপুর এলাকারই বাসিন্দা। মধুমিতা গোপীবল্লভপুরের ১ নম্বর ব্লকের গোপীনাথপুর আইসিডিএস কেন্দ্রের কর্মী। শুক্রবার সকালে রোজকার মতো শিশুদের পড়ানোর পাশাপাশি অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন ওই কর্মী। তখনই এক পড়ুয়ার বাবা এসে সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম চান। মধুমিতা জানান, ডিম সিদ্ধ হচ্ছে। কিছু ক্ষণ পরেই তা বিলি করা হবে। তবে নিয়মের বাইরে গিয়ে কাঁচা ডিম দেওয়া সম্ভব নয়। অভিযোগ, এর পরেই রান্নার জন্য পড়ে থাকা ফালি কাঠ দিয়ে ওই কর্মীকে মারধর করেন ওই পড়ুয়ার বাবা। তাঁর তলপেটে, মাথায় ও পিঠে আঘাত করা হয় বলে অভিযোগ।

অচৈতন্য অবস্থায় ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মধুমিতা বলেন, ‘‘ওই পড়ুয়ার বাবা আমাকে সিদ্ধ ডিমের পরিবর্তে কাঁচা ডিম দেওয়ার জন্য বলেন। আমি স্পষ্ট জানিয়ে দিই, কাঁচা ডিম দেওয়া সম্ভব নয়। এর পরেই জ্বালানির জন্য পড়ে থাকা শাল কাঠ দিয়ে আমাকে আঘাত করা হয়।’’ ঘটনার পরেই দোষীর শাস্তির দাবিতে গোপীবল্লভপুর থানা এবং সিডিপিও অফিসে বিক্ষোভ দেখিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই কর্মীর স্বামীও। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement