SSC Recruitment Scam

জামিনের মামলায় সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিতে চেয়ে সময় চাইলেন পার্থ, পিছিয়ে গেল শুনানি

নিয়োগ দুর্নীতি মামলায় বছর দুয়েক আগে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় জামিন চেয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। বুধবার ওই মামলায় বক্তব্য জানিয়ে হলফনামা দিয়েছে ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৫:০৮
Share:

পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।

জামিনের মামলায় সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিতে চেয়ে সময় চাইলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত। বুধবারের পরিবর্তে আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হবে।

Advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় বছর দুয়েক আগে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। সেই মামলায় জামিন চেয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শীর্ষ আদালতের দ্বারস্থ হন। গত ১৭ অক্টোবর ওই শুনানিতে ইডির কাছে হলফনামা চেয়েছিল শীর্ষ আদালত। সেই মতো বুধবার লিখিত বক্তব্য জানিয়ে হলফনামা দিয়েছে ইডি। এর পরেই পার্থের আইনজীবী পাল্টা হলফনামা দিতে চান। সে জন্য সময় চেয়ে শীর্ষ আদালতে মামলার শুনানি পিছিয়ে দেওয়ারও আবেদন জানান তিনি। সেই আবেদন মেনে নিয়েছে বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি উজ্জ্বল ভূয়ানের বেঞ্চ। জানানো হয়েছে, এক সপ্তাহ পরে ওই মামলায় ফের শুনানি হবে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে তাঁর নাকতলার বাড়িতে চলেছিল দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ পর্ব। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও একই সময়ে হানা দিয়েছিল ইডি। তল্লাশিতে টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ বহু কোটি টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও। পরে অর্পিতার আরও একটি ফ্ল্যাট থেকে বিপুল নগদ উদ্ধার হয়।

Advertisement

বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে। দুই মামলাই এখনও বিচারাধীন। ইতিমধ্যে বহু বার জামিনের আবেদনও করেছেন পার্থ। কিন্তু তা মঞ্জুর হয়নি। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন পার্থ। ইডি সেই জামিনের বিরোধিতা করে। গত এপ্রিলের ওই শুনানি শেষে পার্থের জামিনের আবেদন খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সম্প্রতি সিবিআইয়ের দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থের জামিনের আবেদনের শুনানি হয়েছে কলকাতা হাই কোর্টে। সেই আবহেই মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে ফের জামিনের আবেদন করেছেন পার্থ। আগামী ১৩ নভেম্বর ওই মামলায় শুনানি রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement