ফাইল চিত্র।
হলদিয়া তেল শোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় বিপত্তি। সোমবার দুপুর আড়াইটে থেকে ৩টের মধ্যে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হন তিন জন শ্রমিক। তাঁদের তেল শোধনাগারের হাসপাতালে ভর্তি করানো হয়। ওই হাসপাতাল সূত্রে খবর, গরম জলে তিন জনের শরীর ঝলসে গিয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো বলে খবর কারখানা কর্তৃপক্ষ সূত্রে। এই ঘটনায় শোধনাগারে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তেল শোধনাগার সূত্রে খবর, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন কারখানার দমকল কর্মীরা। শ্রমিকদের বক্তব্য, রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় পাইপ লাইনে স্টিম সরবরাহ বন্ধ থাকার কথা। কিন্তু সোমবার তা চালু ছিল। প্ল্যান্টের প্রোজেক্ট এরিয়ার বাইরে ট্রাক টার্মিনাসের কাছে হাই প্রেশার স্টিম লাইনে মেরামতির কাজ চলার সময় পাইপটি ফেটে যায় ওই দুর্ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগ উঠেছে। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে কেন তাঁদের রক্ষণাবেক্ষণের কাজে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
হলদিয়ার রিফাইনারির জনসংযোগ আধিকারিক রাজীব কুমার বলেন, ‘‘রিফাইনারির প্রোজেক্ট এরিয়ার বাইরে ট্রাক টার্মিনাসের কাছে গরম জলের পাইপ লাইনে কাজ চলার সময় দুর্ঘটনা হয়েছে। জখম তিন শ্রমিককে হলদিয়ায় প্রাথমিক চিকিৎসার পর কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে।’’