আক্রান্ত মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। —নিজস্ব চিত্র।
গ্রামের এক মধ্যবয়স্ক মহিলাকে ডাইনি অপবাদে মারধর করার অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীদের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের মালিবান্ধি গ্রামের এই ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মাসখানেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে ওই মহিলার বৃদ্ধা মা মারা যান। তার পর থেকেই গ্রামের লোকজন মহিলাকে ডাইনি অপবাদ দেন বলে অভিযোগ। গত কয়েক দিন ধরে তাঁকে মারধরের অভিযোগে কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে গোয়ালতোড় থানায় নালিশ করেছেন ওই মহিলার পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, ডাইনি অপবাদে গত ৫ দিন ধরে মহিলার উপর মারধর, শারীরিক অত্যাচার করেছে প্রতিবেশীরা। মঙ্গলবার ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে ব্লক প্রশাসন। এর পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আক্রান্ত মহিলাকে গোয়ালতোড় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহিলাকে বিষ্ণুপুর হাসপাতালে স্থানান্তরিত করেন তাঁর পরিবারের সদস্যরা।
পুলিশ জানিয়েছে, আহত মহিলার চিকিৎসা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।