dead body

শ্মশানে পড়ে বস্তা, বেরিয়ে আছে পা, মহিলার দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে খড়্গপুরে

শ্মশানে পড়ে বস্তা। তা দেখে সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখতে পান বস্তা থেকে বেরিয়ে আছে দু’টি পা। বস্তায় রয়েছে মহিলার দেহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১১:২৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্মশানে পড়ে বস্তা। তা দেখে সন্দেহ হওয়ায় এগিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কাছে যেতেই হতবাক হয়ে যান তাঁরা। দেখতে পান বস্তা থেকে বেরিয়ে আছে দু’টি পা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার অন্তর্গত সাঁকোয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দেহটি এক মহিলার। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

Advertisement

শনিবার সকালে শ্মশান লাগোয়া পথ ধরে কাজে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সেই সময় তাঁরা দেখতে পান ওই বস্তাটি। কৌতুহলী হয়ে বস্তার কাছে গিয়ে তাঁরা দেখতে পান বস্তাবন্দি অবস্থায় রয়েছে এক মহিলার দেহ। তাঁদের দাবি, সেই সময় বস্তা থেকে দু’টি পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন তাঁরা। খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়্গপুর লোকাল থানার পুলিশ আধিকারিকেরা।

দেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি। তা জানার চেষ্টা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement