ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাজার মেজাজে জঙ্গলে বসেছিল এক সিংহ। তার ঠিক পিছনে বসেছিল এক সিংহী। সিংহ-সিংহীকে জোড়ায় বসে থাকতে দেখে পিছন থেকে এগিয়ে এল আর এক সিংহী। সিংহের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকল সে। এর পর পিছন থেকে ধীর পায়ে সিংহের দিকে এগিয়ে গেল সে। তার পর দ্বিতীয় সিংহীর সামনে ‘বনের রাজা’কে আদরে ভরিয়ে দিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বসে রয়েছে একটি সিংহ। তার ঠিক পিছনেই বসে রয়েছে একটি সিংহী। দূর থেকে সিংহের উপর নজর রাখছিল অন্য একটি সিংহী। আড়াল থেকে সিংহের দিকে ধীর পায়ে এগিয়ে যেতে দেখা গেল সেই সিংহীটিকে। সিংহের পাশে দাঁড়িয়ে হঠাৎ তার কেশরের ভিতর মুখ গুঁজে মাথা ঘষতে শুরু করল সিংহীটি।
সিংহের চোখেমুখে গাল ঘষে আদরে ভরিয়ে দিল সে। সিংহের পিছনে বসে থাকা সিংহীটি সব দেখেও চুপ করে রইল। অন্য দিকে ‘বনের রাজা’ও আদর খেল প্রাণ ভরে। যদিও সিংহকে আদর করার পর জঙ্গলের অন্য দিকে হাঁটা দিল সিংহীটি। ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমের অনেকেই তাতে ভালবাসা এঁকে দিয়েছেন। এক জন বলেছেন, ‘‘ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল। কী সুন্দর ভাবে ভালবাসা প্রকাশ করল সিংহীটি!’’