Blast

বোমা বিস্ফোরণে উড়়ে গেল তৃণমূল নেতার পোলট্রি ফার্ম, চলছে রাজনৈতিক চাপানউতর

এই বিস্ফোরণের দায় একে অপরের ঘাড়ে ঠেলেছে বিজেপি এবং তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৬:০৫
Share:

বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ি। নিজস্ব চিত্র।

বোমা বিস্ফোরণ ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানা এলাকার মোহাড় এলাকায়। শুক্রবার দুপুরের এই বিস্ফোরণের জেরে সেখানকার এক তৃণমূল নেতার বাড়ির পাশে থাকা পোলট্রি ফার্ম উড়ে গিয়েছে। বিস্ফোরণের আওয়াজে আতঙ্ক তৈরি হয়েছে ওই গ্রামে। সবং থানা থেকে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

এই বিস্ফোরণের দায় একে অপরের ঘাড়ে ঠেলেছে বিজেপি এবং তৃণমূল। বিজেপি-র অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার আগে এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য তৃণমূল নেতা বাড়িতে বোমা মজুত রেখেছিল। সেই বোমার বিস্ফোরণেই ফার্ম উড়ে গিয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য কেউ বা কারা এই বোমা রেখেছিল। এর সঙ্গে তাঁদের দলের কোনও কর্মীর যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।

Advertisement

যদিও এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। পুলিশ সূত্রে খবর, ভগ্নপ্রায় পড়ে থাকা বাড়িতেই এই বিস্ফোরণ হয়েছে। এবং বাড়িটি ব্যাপক ক্ষতি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement