—নিজস্ব চিত্র।
মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে ফের আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তৃণমূলে যোগ দেওয়া মুকুলের বিরুদ্ধে অতীতে একাধিকবার সরব হয়েছেন শুভেন্দু। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে বিধানসভার স্পিকারের পাশাপাশি আদালতেও গিয়েছে বিজেপি। শুক্রবার শুভেন্দু বললেন, ‘‘মুকুলবাবু কোন দলে আছেন, সে প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন। কারণ তিনিই ঢাক-ঢোল বাজিয়ে ভাইপোকে সঙ্গে নিয়ে তৃণমূল ভবনে ঘরের ছেলে ঘরে ফিরিল বলেছিলেন। পিএসি চেয়ারম্যান করেছিলেন।’’
বিজেপি-র টিকিটে বিধায়ক হলেও মুকুল রায় ভোটের পরে তৃণমূলে ফিরে গিয়েছেন। যদিও বিধানসভায় তিনি বিরোধী বিধায়ক হিসেবেই রয়েছেন। বিধানসভার পাবলিক অ্যাকান্টস কমিটির চেয়ারম্যান মুকুলকে নিয়ে জল্পনা চলছিলই। সম্প্রতি সেই আলোচনাকে নতুন করে সামনে নিয়ে এসেছেন স্বয়ং মুকুলই। ক’দিন আগেই কৃষ্ণনগরে গিয়ে তিনি জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরে ফের ভোট হলে বিজেপি-ই জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে। তাঁর ওই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়। এর পরে শুক্রবার বিধানসভায় এসে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে আবার বিজেপি-র টিকিটে দাঁড়ালে বিপুল ভোটে জিতব।’’ সেই প্রেক্ষিতেই ঘাটালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু আক্রমণ করলেন মুকুলকে।