পিএস বৈঠকে যোগ দিতে বিধানসভা ভবনে মুকুল রায়। নিজস্ব চিত্র।
মুকুল রায়ের মুখে ফের কৃষ্ণনগর উত্তরে বিজেপি-র জয়ের ভবিষ্যবাণী। শুক্রবার বিধানসভা ভবনে পিএসসি-র বৈঠকে যোগ দিতে এসে মুকুল জানালেন, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে আবার বিজেপি-র টিকিটে দাঁড়ালে বিপুল ভোটে জিতবেন তিনি।
মুকুল শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘‘কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়ালে আমি আবার জিতব।’’ সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন— তৃণমূলের হয়ে দাঁড়ালে? মুকুলের প্রথমে বলেন, ‘‘না’’। তারপর তাঁর কৌশলী জবাব, ‘‘আগে তৃণমূলের হয়ে দাঁড়াতে হয়। তারপর প্রশ্ন।’’ পাশাপাশি, মুকুল শুক্রবার বলেছেন, ‘‘আমি স্বাভাবিক ভাবে পুরোপুরি তৃণমূলেই আছি।’’ ত্রিপুরায় তৃণমূলের নেতা-কর্মীদের উপর হামলার ঘটনাকেও ‘অন্যায়’ বলেছেন তিনি।
নীলবাড়ির লড়াইয়ে বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপি-র টিকিটে জিতেছিলেন মুকুল। এর পর দল বদলে তৃণমূলে যোগ দেন। পিএসি-র চেয়ারম্যানও হন।
গত শুক্রবার কৃষ্ণনগরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভা ভোটে তাঁর জয় সম্পর্কে মুকুল বলেন, ‘‘সামগ্রিক ভাবে কৃষ্ণনগরে মানুষের আশীর্বাদ সঙ্গে ছিল। তারই ফল মিলেছে।’’ এর পর তিনি সরাসরি তিনি জানিয়ে দেন, কৃষ্ণনগর উত্তরে ফের ভোট হলে বিজেপি-ই জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে। তাঁর ওই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়।