পানিপারুল হাসপাতালে চিকিৎসাধীন গ্রামবাসীরা। —নিজস্ব চিত্র।
পূর্ব মেদিনীপুরের রামনগরে রাস উৎসবে প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক গ্রামবাসী। ইতিমধ্যে কয়েক জনকে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। খবর পেয়ে হাসপাতালগুলিতে যাচ্ছেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। অন্য দিকে, অসুস্থের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন স্থানীয়েরা। যার জন্য মেলা প্রাঙ্গণেও স্বাস্থ্য শিবির খোলা হয়েছে।
রামনগর-২ ব্লকের কালুয়া অঞ্চলের মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা প্রাঙ্গণে রাস উৎসব স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। স্থানীয় সূত্রের খবর, রবিবার ওই মেলায় চিঁড়ে প্রসাদ বিতরণ করা হয়েছিল। কয়েকশো পুণ্যার্থী এবং দর্শনার্থী ওই প্রসাদ খান। অভিযোগ, তার পর থেকে একে একে অসুস্থতার খবর আসতে শুরু করে। সবারই উপসর্গ প্রায় একই— পেটে ব্যথা, বমি, বমিভাব। ওই উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১০০-র বেশি মানুষ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। বার বার খোঁজখবর নেওয়া হচ্ছে অসুস্থদের। পাশাপাশি প্রসাদে বিষক্রিয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এগরার বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, “মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা অত্যন্ত জনপ্রিয়। রবিবার ওই উৎসবে প্রসাদ বিতরণ হয়। চিঁড়ে প্রসাদ খেয়েছিলেন শতাধিক মানুষ। পর দিন সকাল থেকে একের পর এক বাসিন্দারা অসুস্থ হতে শুরু করেন। শুধু পানিপারুল হাসপাতালেই এমন ৩০ জন রোগীকে ভর্তি করানো হয়েছে।’’ বিধায়ক জানান, পরিস্থিতি দেখতে তিনি নিজে পানিপারুল হাসপাতালে গিয়েছিলেন। মেলা প্রাঙ্গণেও দ্রুত একটি স্বাস্থ্য শিবিরে খোলার ব্যবস্থা হয়েছে। তরুণ বলেন, ‘‘কী কারণে এই ঘটনা ঘটল তা স্বাস্থ্য দফতরকে খতিয়ে দেখতে বলা হয়েছে।’’