Accident

Accident: তমলুকে জাতীয় সড়কে পিষ্ট দম্পতি, ডাম্পারের ধাক্কায় ছিটকে গেল সাইকেল

রবিবার সকালে সাইকেলে চড়ে হলদিয়াগামী রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। আচমকা একটি গাড়ি পিছন থেকে তাঁদের ধাক্কা মারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুন ২০২২ ১২:০৯
Share:

দুর্ঘটনায় দম্পতির মৃত্যু। প্রতীকী চিত্র।

জামাইষষ্ঠীর সকালে বাড়ি থেকে বেরিয়ে ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন দম্পতি। এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার উদয়চক এলাকায়। হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। মৃতরা হলেন গজেন মাইতি (৪৬) এবং ঝর্ণা মাইতি (৩৬)। তাঁরা তমলুকের গোবিন্দপুরের সোয়াদিঘি এলাকার বাসিন্দা।

Advertisement

রবিবার সকালে সাইকেলে চড়ে হলদিয়াগামী রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। আচমকা পিছন থেকে একটি মালবোঝাই গাড়ি দ্রুতগতিতে তাঁদের ধাক্কা মেরে চলে যায়। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন গজেন এবং ঝর্ণা। ডাম্পারটি পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়েই তড়িঘড়ি স্থানীয় টোল প্লাজায় খবর দেন। সেখান থেকে অ্যাম্বুল্যান্স এনে ওই দম্পতিকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে নিয়ে গজেন শ্বশুরবাড়ি রওনা দিয়েছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় প্রাণ যায় তাঁদের। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজ শুরু করেছে। পাশাপাশি মৃতদেহ দু’টিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement