জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ। —প্রতীকী চিত্র।
নীলবাতি জ্বালিয়ে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি আটক করল পুলিশ। গাড়ির চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বীরভূমের রামপুরহাটে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নীলবাতি জ্বালিয়ে চারচাকা গাড়িটি তারাপীঠ থেকে রামপুরহাট-দুমকা রাস্তা দিয়ে যাচ্ছিল। রামপুরহাট থানার পুলিশ নাকাচেকিং করার সময় গাড়িটিকে দাঁড় করায়। দিল্লির নম্বরের গাড়িটির সামনে ও পিছনে লেখা ছিল ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’, ‘মিনিস্ট্রি অফ হোম এ্যাফেয়ার্স’। কিন্তু গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও আধিকারিক ছিলেন না। পুলিশের সন্দেহ হলে গাড়িটির চালক-সহ তিন জনকে আটক করে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তিন জনকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কী কারণে তাঁরা নীলবাতি লাগানো গাড়িতে, কোথায় যাচ্ছিলেন সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়েছে।